পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাপুরুষ। నs জীবন এক ভিন্ন দুই নহে। এখানে যে জীবনের আরম্ভ, সেই জীবনই অনন্ত কাল পর্যন্ত প্রসারিত হইতে থাকিবে । মৃত্যু কিছুই নহে, কেবল একটা ঘটনা মাত্র । ইহা যদি সত্য হয়, তাহা হইলে মৃত ও জীবিত সকলেই এক হইল, কারণ যাহার। মৃত র্তাহারাত জীবিত রহিয়াছেন । দুই সহস্ৰ বৎসর পূৰ্ব্বে যাহারা মৃত, আর পরশ্ব যাহারা মৃত, সকলেই সমান ভাবে বৰ্ত্তমান । তাহার। কোথায় আছেন? নিশ্চয়ই ঈশ্বরের কাছে। তবে উপাসনা দ্বারা আমি ঈশ্বরের নিকটস্থ হইলে তাহদেরও নিকটস্থ হই। ঈশ্বরকে অবলম্বন করিয়া তাহদের সহিত সম্মিলিত হইয়া থাকিব, তাহাতে আর অসম্ভব কি ? প্র । পরলোকস্থ ব্যক্তিদিগের সহিত এক পরিবার হওয়া কিরূপ ? * - উ। এক পরিবার কি, না এক বাড়ীতে প্রীতিযোগে একত্র বাস করা। নিকটস্থ দূরস্থ, ইহলোকের পরলোকের সকল লোকই ঈশ্বরের মধ্যে বাস করিতেছেন, র্তাহ ছাড়া কাহার থাকিবার যে নাই । তার মধ্যে প্রবেশ করিলেই আমরা সকলকে পাই । সমুদয় জগৎ ঈশ্বরেতে আছে, এই সত্যটা সূক্ষ্মরূপে ভাবিলেই তাহাকে পিত। এবং পরস্পরকে ভ্রাতা না বলিয়া থাকিতে পারা যায় না । পিতাকে ভাবিলেই ভাই ভগিনী, ভাই ভগিনীকে ভাবিলেই পিতা আইসেন এবং দুই একত্র ভাবিলেই সমুদয় পরিবার সম্পূর্ণ হয় ! প্র । পরলোকগত সকল ব্যক্তির সহিত কি আমাদিগের । যোগ সমান হয় ? - - উ ধৰ্ম্ম জীবনের উন্নতির ধাপ আছে। আমি যদি