পাতা:ধর্ম্মসাধন.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরলোক ও পূৰ্ব্বজন্ম। సి(t প্র। বিবেক হইতে পরলোকের নিগূঢ় তত্ত্ব কিরূপে বুক । যায় ? 3. È i făcq-s (ffizzi (Moral Government ) ধৰ্ম্মরাজ্য - মানিতে হয়। ঈশ্বর ন্তায়বান রাজা, পুণ্যের পুরস্কার ও পাপের দণ্ড রাজনিয়ম, বিবেক রাজপ্রতিনিধি হইয়া রাজাদেশ জ্ঞাপন করেন, যে পরিমাণে পাপ পুণ্য কৃত হয়, ঠিক সেই পরিমাণে তাহার ফল ভোগ না হইয়া যায় না— এ সকলের সমষ্টি 4कখানি ধৰ্ম্মরাজ্যের জ্ঞান । ইহার অণুমাত্র কেহ কাটিয়া বাহির করিয়া ফেলিতে পারেন না, একটা মানিলে সব মানিতে হয় । প্র । দণ্ড পুরস্কার ইহলোকেই হয় মানিলে কি চলে না ? উ। ধৰ্ম্মরাজ্যের দুই অংশ, বৰ্ত্তমান ও ভবিষ্যৎ । বৰ্ত্তমান জ্ঞান অগ্রে হয়, তাহারই সম্পূর্ণতার জন্ত ভবিষ্যৎ জ্ঞান আপন৷ হইতে হয় । মনে কর একখানি পুস্তকের এক পৃষ্ঠার সকল। পংক্তির আদ্যক্ষরগুলি বাহিরে রাখিয়া অবশিষ্ট অংশ যদি কেহ ঢাকিয়া রাখেন, আমরা তদ্বারা কোন অর্থ উপলব্ধি করিতে পারি না, ঢাকা অংশ খুলিলেই তাহার সম্পূর্ণ অর্থ অনায়াসে বুঝিতে পারি। সেইরূপ, বৰ্ত্তমানে ধৰ্ম্মরাজ্যের এক অংশ মাত্র আমরা দেখিতে পাই, সুতরাং পুণ্যের সম্পূর্ণ পুরস্কার ও পাপের সম্পূর্ণ দণ্ড হয়, তাহা অপর অংশ না দেখিলে বুঝিতে পারি না। অতএব এই জীবনের প্রসারণ ও সম্পূর্ণতাই পরকাল । * . প্র । পাপ পুণ্যের দণ্ড পুরস্কার অস্তরে হয়, অতএব একজনের তাহ। ইহজীবনে হইল কি না, অন্তে কিরূপে বুঝিবে ? উ। আমরা নিজের জীবন পরীক্ষা করিলেই বুঝিতে পারি,