পরলোক ও পূৰ্ব্বজন্ম। 6.S তাহার নিকট উপস্থিত হয়, সকলে একাত্ম হইয়া যাই । এই পরিবারের ভাব যত বৃদ্ধি হইবে, ততই আমরা পরস্পরের মধ্যে অনুপ্রবিষ্ট হুইব । আমাদের স্বাধীনতা আছে বলিয়া পরস্পরের সহিত প্রেম বন্ধনের প্রতিবন্ধকতা বা শিথিলতা হইবে না। মত বিশ্বাস ও ভক্তি যাহাদের পরস্পরের সহিত মিলে, র্তাহারা ক্রমে অভিমূহদয়, অভিন্নপ্রাণ হইয়া যান। আমাদের বিশ্বাস এরূপ অবস্থাপন্ন লোকেরা এক স্থানে বাস করেন। এইটা মূলবিশ্বাস । করিয়া অামাদের মধ্যে যদি যোগ নিবদ্ধ করিতে পারা যায়, তাহা হইলে আশা হয় যে পরলোকে একত্র থাকিতে পারিব । প্র । ৫ বৎসরের একটী সন্তান মরিয়াছে, পরলোকে তাহাকে দেখিতে পাইব যদি এরূপ অtশা করি তাহাতে কি দোষ হয় ? উ । দেখিতে চাওয়া ইচ্ছার বস্তু, কিন্তু বিশ্বাসের স্থল হইতে পারে না। টাকা কড়ীর ন্যায় আত্মীয় বন্ধু আমাদের লোভের বিষয়, কিন্তু ঈশ্বর সে লোভ যে চরিতার্থ করিবেন কি না, তাহার নিশ্চয়তা নাই। ব্রাহ্মদিগের ব্রহ্ম ভিন্ন অন্ত কামনা অনিষ্টের কারণ হয় । আগামী রবিবার মন্দিরে গিয়া এলাহাবাদ হইতে আগত দুই বন্ধুর সহিত দেখা হইবে এই আশা করিয়া যদি উপাসনা স্থানে যাই আর তাহাদিগের সহিত দেখা না হয়, তবে উপাসনা বিনষ্ট হয় এবং উপাসনাস্থল শূন্ত দেখিয়া ফিরিয়া আসিতে হয়। পরলোকে মৃত সন্তানের সহিত দেখা করিবার আশ্বাসে গিয়া যদি দেখা না পাই, তথাকার কোন সুখ সম্ভোগ করিতে পারিব না, আবার শূন্ত মনে ইহলোকে ফিরিতে ইচ্ছা হইবে । অতএব পরলোকে সদগতির জন্ত
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮৫
অবয়ব