পাতা:ধর্ম্মসাধন.djvu/১৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০৪ ধৰ্ম্মসাধন । । প্র । ঈশ্বর বিশ্বাস ও পরলোক বিশ্বাস যে এক, তাহা কিরূপে বুঝা যায় ? - * উ। ঈশ্বরে বিশ্বাস অর্থই পরলোকে বিশ্বাস। গভীর উপাসনায় নিমগ্ন হইয়া যখন ঈশ্বরকে আত্মার একমাত্র অবলম্বন জানিয়া তাহার উপর সম্পূর্ণ নির্ভর করি, তখন বিষয়, সংসার ও এ পৃথিবীর অতীত এক স্বতন্ত্র স্থানে আমরা বাস করি। এখন এই মাত্র জানি তাহাতে বাচিয়া আছি, চিরকাল থাকিব। ইহলোক একটা পরলোক আর একটা স্থানে, ইহা হাজার হাজার ব্রাহ্মের সংস্কারগত বিশ্বাস সহজে তাড়ান যায় না। কিন্তু উপাসনাতে যত তাহারা আস্থাবান ও উন্নত হইবেন, ততই সত্যের নিৰ্ম্মল আলোক দর্শন করিবেন। পরীক্ষিত সত্যই প্রমাণ। উপাসনা দ্বারা আমরা ঈশ্বরে বাস করিয়৷ সেই সত্য প্রত্যক্ষ করি। উপাসনা দ্বারা ঈশ্বরকে ধরিয়া আমরা পর- , লোক ধরিতে পারি, অনন্তকাল তাহার পূর্ণতা লাভ করিতে হইবে । ব্রহ্মলোক আমাদিগের অনন্তকালের বাসস্থান । এষাস্ত্য পরমাগতি, এষাস্ত পরম সম্পদ, এযাস্ত পরমোলোক, এষাস্ত পরম আনন্দঃ ইনিই আমার পরম গতি, ইনিই আমার পরম সম্পদ, ইনিই আমার পরম লোক, ইনিই আমার পরম আননদ । ইহা অপেক্ষা ব্রাহ্মের আর উচ্চ কথা নাই । । க்-ை পরলোক সাধন ও প্রেততত্ত্ব। প্র। কোন ভৌতিক উপায় দ্বারা পরলোক সাধন হয় কি না ? س- -