পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন । * সম্মুখে রাখিতে পারি, দেখিতে হইবে। উপাসনার সময়ে যাহাতে সমস্ত ক্ষণ অন্তরে তাহার সাক্ষাৎ পাই, এরূপ আগ্রহ চাই। শব্দ দ্বারা উপাসনা ও নিঃশব্দ উপাসনা, প্রকাশ্য ও নির্জন উপাসনার ন্যায় একটা অপরটার সহকারী। শব্দ দ্বার উপাসনা বাহিরের কোলাহল থামাইবার জন্য এবং প্রথমে তাহ{ প্লাবগুক, কিন্তু নিঃশব্দে উপাসনা স্থায়ী ও গভীর আন্তরিক ধ্যাপার, এইটি উপাসকদিগের লক্ষ্য রাখা উচিত। ‘তুমি মামার নিকটে আছ —ইহা যতবার ভাবিতে পারি ভাবিব, আবার সেই সঙ্গে সঙ্গে যত গভীররূপে অনুভব করিতে পারি চষ্টা করিব । - ‘. . ঈশ্বরের উপাসনা সরস। উপাসনা করিয়া মনে শুষ্কতা কৃষ্ট ও সন্দেহ উপস্থিত হইলে প্রকৃত উপাসনা হয় নাই জানিতে হইবে। স্বৰ্য্যকে দেখিয়া আলোক না দেখিলে স্বৰ্য্যকে দেখা হইল না। ঈশ্বরকে প্রত্যক্ষ করিলে তাহার বাস্তবিক যে কল গুণ, তাহার অনুরূপ ভাবও সাধক হৃদয়ে অবশুই সঞ্চারিত ইবে । র্তাহার মহিমা দেখিয়া বিনয়, করুণা দেখিয়া ভক্তি; বিত্রত দেখিয়া মুক্তিকামনা এবং আনন্দমূৰ্ত্তি দেখিয়া আনন্দভাবে হৃদয় অবশুই পূর্ণ হইবে। শুষ্ক পাহাড়ের সাধন করিলে - থিমে মধ্যে ও শেষে কখনই তৃপ্তি জন্মে না। কিন্তু গুলাব টুপের সাধনে তাহার শোভা ও গন্ধে নয়ন ও ভ্রাণেন্দ্রিয় অবশুই আকৃষ্ট হইয় তাহার নিকটস্থ হইতে চাহিবে। ঈশ্বরের সাধনেও তাহার করুণ পবিত্রতা প্রভৃতি গুণে আত্মা অবশুই বিমুগ্ধ হইবে এবং ক্রমশঃ তাহার অধিকতর নিকটস্থ হইয়৷ উজ্জ্বলব্ধপে