(} . ধৰ্ম্মসাধন । , প্র। একবার ঈশ্বরকে পাইলে আবার কি হারাইতে হয় ? ৬ । ঈশ্বরকে পাইবার জন্য যেমন সাধন আবশ্যক, রাখিবার জন্তও সেইরূপ চাই, নতুবা তাহাকে হারাইতে হয়। লোকে টাকা উপার্জন করিয়া আনিয়া যদি আর তাহার প্রতি যত্ন না করে, তৎক্ষণাৎ চোরে সর্বস্ব হরণ করিয়া লইয়া যায়, এই জন্ত সিন্দুক কিনিয় তাহার মধ্যে চাবি দিয়া টাকা রক্ষা করে। মদ ছাড়িয়া এক জন আস্ফালন করিলেন, অসাবধান । হইয়া আবার স্বরাপান করিলেন ; পরে খানায় পড়িয়া পুলিষে । গিয়া যখন খুব লজ্জা পান, তখন বিনয় শিক্ষা করিয়া এক কালে মদ পরিত্যাগ করেন । এইরূপ অহঙ্কার ও অসাবধানত অনেক ব্রাহ্মের পতনের কারণ। ব্রাহ্মের একটা লক্ষ্য করিয়া সময় সময় অনেক কষ্ট স্বীকার করেন ; কিন্তু যাই পান, আর তাহাতে যত্ন করেন না। তাহারা আপনার উপর নির্ভর করিয়া ঈশ্বরনির্ভর ছাড়িয়া দেন। ব্ৰহ্মধন অতি যত্বের ধন, যত কষ্ট করিয়া উপার্জন করিতে হইবে, তদপেক্ষা অধিক কষ্ট করিয়া রক্ষা করিতে হইবে। - - প্র । বার বার ঈশ্বর হইতে পতন হইলে নিরাশ হওয়া উচিত কি না ? * * উ। ব্রাহ্মধৰ্ম্মের এই বিশেষ লক্ষণ যে ইহাতে নিরাশার কথা মূলেই আসিতে পারে না । এমন নরক নাই, যেখানে ঈশ্বর স্বর্গের সোপান করেন নাই । তিনি চান যে আমরা সম্পূর্ণ পবিত্ৰ হই, কিন্তু আমাদিগকে যখন স্বাধীন জীব করিয়াছেন, তখন জানেন যে আমরা নানা রিপুর কুমন্ত্রণায় পাপে বার বার পড়িব । এই জন্য তিনি অতি আশ্চৰ্য্য কৌশলে
পাতা:ধর্ম্মসাধন.djvu/১৯২
অবয়ব