পাতা:ধর্ম্মসাধন.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্রহ্মোৎসব | $ సి সনা সম্বন্ধে যাহা আবশু্যক, উৎসবে তাহ আরও অধিক, আবখ্যক প্রত্যেকের অভাব অনুসারে এক একটা বিশেষ সংকল্প থাকা চাই । প্র। যদি পাচটা অভাব থাকে, কোনটী স্থির করিব ? উ। পাচটার মধ্যে যেটী বিশেষ। আমি পবিত্র হব, সকল বিষয়ে ভাল হব, এরূপ সাধারণ ভাবে উপাসনা করিতে গেলে কিছু অভাব নাই প্রকাশ পায়, এবং তাহাতে বিশেষ একটা কিছু উপায় ধরা যায় না। একটু একটু দশটা রোগের তালিকা সকলেই করিতে পারে ; কিন্তু যে প্রকৃত রোগী, ডাক্তার আসিয়া জিজ্ঞাসা করিলেই সে কাতর হইয় আপনার ক৪ বলিবে এবং তাহার প্রতীকার প্রার্থনা করিবে । - প্র । উৎসবে আসিয়া কি কেবল একটী পাপ ছাড়িতে চেষ্টা করিব, আর কিছুই করিব না ? : - - উ। উৎসবে সাধারণ ভাবে ভক্তি, ঈশ্বর দর্শন, অপরের প্রতি অনুরাগ, ঈশ্বরের সেবা এ সকল ভাব সম্মিলিত থাকিবে, অথচ জীবনের একটা গুরুতর অভাব মোচনের সঙ্কল্প স্থির থাকিবে । সমস্ত দিনের ধ্যান, আরাধন, প্রার্থনা, নির্ভর, । একাগ্রতার ভার এত গুরুতর যে একটা শক্রর প্রতি নিয়োগ করিলে তাহাকে অনায়াসে জয় করা যায়। শত্রু জয় । হইলেই মনের মধ্যে শাস্তির রাজ্য সংস্থাপিত হইতে পারে। . . - * প্র । একটা পাপ ছাড়িবার জন্য এত সাধন কেন ? উ। সমুদায় পাপের মধ্যে পরস্পর বন্ধুতা আছে, একটা পাপ বিনষ্ট হইলে অন্ত সকল যাইবার উপায় হয় । বস্তুতঃ।