পাতা:ধর্ম্মসাধন.djvu/২০৪

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ ধৰ্ম্মসাধন। মনের দশটা ঘর নাই, যে তাহার ভিতর ১০টা পাপ স্বতন্ত্ৰং স্থান অধিকার করিয়া আছে। এক মনেরই নানা অবস্থা । যে পাপের প্রতি মন অত্যন্ত আসক্ত, যাহা ছাড়িয়াও ছাড়ে না, তাহ হইতে মনকে উদ্ধার করিতে পারিলে, অন্ত পাপ ছাড়া সহজ হয়। এই জন্য সাধনের এত প্রয়োজন । প্র । সঙ্কল্ল স্থির করিয়া পরে কি কৰ্ত্তব্য ? উ। উৎসবের বিবিধ সাধনের মধ্যে মধ্যে সঙ্কল্পের প্রতি দৃষ্টি করা চাই এবং তাহ পূর্ণ না হইলে উঠিব না এই রূপ প্রতিজ্ঞ করিয়া পড়িয়া থাকিতে হইবে। - প্র । সাধারণ উপাসনা ও উৎসবে প্রভেদ কি ? উ। যথার্থভাবে দেখিলে এ দুয়ে অনেক প্রভেদ । সাধারণ উপাসনায় কিয়ৎক্ষণের জন্য ঈশ্বরের নিকটস্থ থাকা, উৎসবে সমস্ত দিন ঈশ্বরের কাছে বসিয়াই আনন্দ সম্ভোগ করা । র্তাহার আরাধন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন করিয়া অনিমেষ নয়নে তাহাকে দেথা এবং তাহাতে অবিচ্ছেদে বাস করা সামান্ত সৌভাগ্য নহে। সমস্ত জীবনের মধ্যে প্রকৃত উৎসব একবার ঘটিলেও যথেষ্ট । ইহা স্বৰ্গীয় ও দুর্লভ পদার্থ। প্র । উৎসবে অপরের সহিত আমাদের কিরূপ যোগ হয় ? উ। প্রকৃত উৎসব একাকী স্বার্থপর হইয়া সম্ভোগ করা অসম্ভব । মধ্যস্থলে ঈশ্বরকে রাখিয়। চারিদিকে র্তাহার সন্তানগণের সহিত একহৃদয় হইলে তবে উৎসবের ভাব বুঝা যায় । ৫০০ লোক একসময়ে একস্থানে প্রেমময় পিতার সাধনে মত্ত হইলে কোথা হইতে প্রেমের স্রোত হুড়হুড় করিয়া আসিয়া সকলকে ভাসাইয় দেয়, যে সকল ভাব অনেক