বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২০ ধৰ্ম্মসাধন। মনের দশটা ঘর নাই, যে তাহার ভিতর ১০টা পাপ স্বতন্ত্ৰং স্থান অধিকার করিয়া আছে। এক মনেরই নানা অবস্থা । যে পাপের প্রতি মন অত্যন্ত আসক্ত, যাহা ছাড়িয়াও ছাড়ে না, তাহ হইতে মনকে উদ্ধার করিতে পারিলে, অন্ত পাপ ছাড়া সহজ হয়। এই জন্য সাধনের এত প্রয়োজন । প্র । সঙ্কল্ল স্থির করিয়া পরে কি কৰ্ত্তব্য ? উ। উৎসবের বিবিধ সাধনের মধ্যে মধ্যে সঙ্কল্পের প্রতি দৃষ্টি করা চাই এবং তাহ পূর্ণ না হইলে উঠিব না এই রূপ প্রতিজ্ঞ করিয়া পড়িয়া থাকিতে হইবে। - প্র । সাধারণ উপাসনা ও উৎসবে প্রভেদ কি ? উ। যথার্থভাবে দেখিলে এ দুয়ে অনেক প্রভেদ । সাধারণ উপাসনায় কিয়ৎক্ষণের জন্য ঈশ্বরের নিকটস্থ থাকা, উৎসবে সমস্ত দিন ঈশ্বরের কাছে বসিয়াই আনন্দ সম্ভোগ করা । র্তাহার আরাধন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন করিয়া অনিমেষ নয়নে তাহাকে দেথা এবং তাহাতে অবিচ্ছেদে বাস করা সামান্ত সৌভাগ্য নহে। সমস্ত জীবনের মধ্যে প্রকৃত উৎসব একবার ঘটিলেও যথেষ্ট । ইহা স্বৰ্গীয় ও দুর্লভ পদার্থ। প্র । উৎসবে অপরের সহিত আমাদের কিরূপ যোগ হয় ? উ। প্রকৃত উৎসব একাকী স্বার্থপর হইয়া সম্ভোগ করা অসম্ভব । মধ্যস্থলে ঈশ্বরকে রাখিয়। চারিদিকে র্তাহার সন্তানগণের সহিত একহৃদয় হইলে তবে উৎসবের ভাব বুঝা যায় । ৫০০ লোক একসময়ে একস্থানে প্রেমময় পিতার সাধনে মত্ত হইলে কোথা হইতে প্রেমের স্রোত হুড়হুড় করিয়া আসিয়া সকলকে ভাসাইয় দেয়, যে সকল ভাব অনেক