পাতা:ধর্ম্মসাধন.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসধান । ১১ গুলি কৰ্ত্তব্যের তালিকা করিয়া দুৰ্ব্বলরাপে তৎসাধনের চেষ্টা করিতে হয়। কিন্তু উন্নত গণিতবিদেরা যেমন অঙ্ক কসিবার দশটা সোপান ছাড়িয়া সহজে একটা উচ্চ সোপান ধরেন, উন্নত ধৰ্ম্মপরায়ণের সেইরূপ দশটা কৰ্ত্তব্যের পরিবর্তে একটী উচ্চ কৰ্ত্তব্য ধরিয়া সহজে কাৰ্য্য করেন। ইহঁাদিগকে দাসবৎ নিয়ম ব্যবস্থাপনেরও ক্ষমতা আছে। ইহঁার আধ্যাত্মিক জীবন ধারণ করেন এবং ঈশ্বরের সহবাসে থাকিয়া তাহার ইচ্ছার সহিত ইচ্ছাকে সম্মিলিত করিয়া বিশ্বাসী সন্তানের হ্যায় তাহার সেবা করিতে থাকেন। . r - صبحصـم وہ حسب تبستہ নিরাশ । صيتسك و صيحصصده প্রশ্ন । ধৰ্ম্মপথে নিরাশ কেন উপস্থিত হয়, এবং তাহার প্রতিকারের উপায় কি ? উত্তর। আত্মার পক্ষে নিরাশা একটা ভয়ানক রোগ। অন্যান্য রোগ এক একটী স্বতন্ত্র রোগ, তাহার প্রতিকারের উপায় আছে। দয়া নাই, বিনয় নাই, কি পবিত্রতা নাই, এরূপ স্থলে এ সকল লাভের আশা থাকে, উপায় অবলম্বন করা যায়, ঈশ্বরের নিকট প্রার্থনা করা যায়। কিন্তু নিরাশা নিজে দুইটী রোগ। এক ত নিরাশার অবস্থা যন্ত্রণার অবস্থা, আবার তাহার প্রতিকারের সম্ভাবনাতেও নিরাশা। ইহা অপেক্ষা কঠিন রোগ আর