বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন: | ཅ༣ ཞི་ ঙাহার ঈশ্বর ও মুক্তির পথে বিষম কণ্টক হইয়া থাকে। ষে । সকল পাপ অগ্রে সামান্ত বলিয়া গ্রাহ হয় না, ধৰ্ম্ম-জীবন যস্ত ? উন্নত ও হৃদয় যত পবিত্র:হয়, তাহার গুরুত্ব ও ভীষণতা ততই । উপলব্ধি হইয়া থাকে : 、 ,°淘 প্রায়শ্চিত্তের অর্থ চিত্ত বিশুদ্ধ করিয়া পবিত্র স্বরূপ পরমে । হয়; তাহাই পাপের প্রায়শ্চিত্ত। অনুতাপ দুই প্রকার। এক : প্রকৃত অনুতাপ, তাহাই স্বাভাবিক, অন্তরের গভীর স্থান হইতে স্বতঃ উৎপন্ন হয় এবং চিত্তশুদ্ধিরূপ ফল দ্বারা তাহার পরিচয় : পাওয়া যায়। অন্য প্রকার অনুতাপ বিকৃত, ইহা ইচ্ছাপূৰ্ব্বক উৎপন্ন করিতে হয়, বাহিক লক্ষণে প্রকাশ পায় এবং তাহাতে : ক্ষণকাল গ্লানি ভিন্ন চিরস্থায়ী ফল দেখা যায় না। হৃদয়ের পাপ : থাকিতে অনুতাপ না আসিলে ইচ্ছাপূৰ্ব্বক তাহা আনিবার চেষ্টা । করিতে হয় বটে, কিন্তু সে চেষ্টা অন্ধকারময় গৃহমধ্যে আলোক : ক্লাদিতে হয়, একটু কাদিলাম। পাপ যায় নাই, তথাপি তাহ :