বিষয়বস্তুতে চলুন

পাতা:ধর্ম্মসাধন.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミケ ধৰ্ম্মসাধন । গিয়াছে, বলিয়া কল্পনা করিয়া লইলাম। পূৰ্ব্ব পাপ স্মরণে । আমাদিগের যে কষ্ট হয়, তাহার কারণ এই যে, পাপের জড় এখনও মরে নাই ; এখনও আমরা পাপে পড়িয়া আছি। সম্পূর্ণ রূপে পাপ হইতে মুক্ত হইলে সে পাপের চিন্তা আর মনে । আসিতে পারে না। পাপ বাহিরে নয়, মনে। হয় ত পাপ করিতেছি না, কিন্তু পাপের ইচ্ছা মনে জাগিতেছে। এক জন চোর কিছু দিন চুরি করিবার সুবিধা না পাইয়া জগতের নিকট অচোর হইতে পারে, কিন্তু ঈশ্বরের নিকটে চোর। সুবিধা না পাইলে পাপ অনুষ্ঠিত না হওয়া,পাপ যাওয়া নয়—কিন্তু পাপের কিছুকালের জন্য ছুটি লওয়া মাত্র। যথার্থ অনুতাপ হইলে পাপ একবারে যাইবে। কাহারও যথার্থ অনুতাপ হইয়াছে কি না, জানিতে হইলে তাহার নিকট দীর্ঘ বক্তৃতা শুনিতে বা অন্ত বাহ লক্ষণ দেখিতে হয় না। তাহার নিকট এই কথাটী জিজ্ঞাসা করিলে হয়—“তুমি কি বিগত পাপের জন্ত এত দুঃখিত যে, সে পাপ আর করিতে ইচ্ছা কর না ? যে ব্যক্তি আগুণে পুড়িয়া কান্দিতেছে, সে কি সে আগুণ আর শরীরের উপর ধরিয়া রাখিতে পারে, না তৎক্ষণাৎ দূর করিয়া ফেলিয়া দেয় ? যে পাপে মন পুড়িতেছে, আর কি তাহার আলিঙ্গন । जश् झ् ? পাপে আর মুখানুভব হয় কি না, পাপ থাকা না থাকার এই পরীক্ষা। সেক্সপিয়ারের হামলেটে ইহার একটা হত্যা করিয়া তাহার রাজ্য ও মহিষীকে আত্মসাৎ করিয়াছিলেন। এক দিন তাহার মনে বিবেকের উদয় হওয়াতে ভাবিলেন যে,