পাতা:ধর্ম্মসাধন.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

থাকে, তাহারই বিভাগ করিতে হইবে। আহার নিদ্ৰা আদি । অত্যাবশ্যক কাৰ্যে যে সময় না হইলে নয় তাহ ছাড়িয়া দিলে ষ সময় থাকিবে, তাহা জীবনের সমুদায় অভাব পূরণে নিয়ো । হইবে। এই রূপ নিয়মে হয়ত ২১ দিবস সমস্ত দিন ভক্তিতে । বা কাৰ্য্যেতেও অবসান করিতে হইবে। কিন্তু সাধারণতঃ হইবে। সপ্তাহ, মাস বা বৎসর যিনি নিয়মিতরূপে ব্যয় শ্লোতে চলিবে এবং তাঁহাতে জ্ঞান, ধৰ্ম্মভাব ও সাধু কাৰ্য্য এক সঙ্গে বৰ্দ্ধিত হইতে থাকিবে। জ্ঞান, ধৰ্ম্মভাব, সাধু কাৰ্য্য, প্র। সমস্ত ব্রাহ্মের পক্ষে কি প্রকার প্রণালীতে সময় উ। যথার্থ ব্রান্ধের লক্ষণ কি ? না তিনি সমস্ত জীবনে ঈশ্বরের অর্পিত ভার বহন করেন, তাহার নির্দিষ্ট আদেশ