পাতা:ধর্ম্মসাধন.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্মসাধন: | 8ని స প্রসাদ বা নূতন দ্রব্য লইয়া আসিতে হইবে ইহা তাহার লক্ষ্য থাকে, পরিবারের সকলেও তাহার প্রত্যাশা করিয়া থাকে। তিনি পরিবারদিগকে এককালে ভুলিয়া যান না, তাহারাও তাহার অপেক্ষা করিয়া থাকেন। ধৰ্ম্ম করিব বলিয়া যে বনে পলাইয়া যাওয়া, সে অধৰ্ম্ম করিয়া ধৰ্ম্ম করা মাত্র। সংসারে - থাকিয়া হৃদয়ের সকল ভাবকে পবিত্র করিতে না পারিলে পূর্ণ ধৰ্ম্ম সাধন হয় না। শরীরের রক্ত যেমন বিশুদ্ধ ? হইয়া সমুদায় অঙ্গ প্রত্যঙ্গকে পোষণ করে, এক স্থানে বদ্ধ । থাকিয়া নিজের স্বাৰ্থ অন্বেষণ করে না ; ঈশ্বরের স্বৰ্য্য চন্দ্র । বায়ু বৃষ্টি যেমন নিঃস্বার্থ ভাবে কেবল জগতের কল্যাণের জন্ত । দিবারাত্রিব্যস্ত রহিয়াছে; প্রকৃত ব্রাহ্মও সেইরূপ সমুদায় স্বাৰ্থ : ভাব পরিত্যাগ করিয়া কেবল জগতের হিতব্ৰতে আপনাকে - নিয়োজিত করবেন। এইরূপ ভাবে কাৰ্য্য করিলে তিনি । দেখিবেন এই বৃহৎ- জগৎ তাহার গৃহ, ঈশ্বর তাহার পিতা . হইয়া সৰ্ব্বক্ষণ বৰ্ত্তমান, এবং সকল মনুষ্য র্তাহার ভ্রাতা ভগিনী। তখন পরিবার সাধন অনায়াসে স্বাভাবিক নিয়মে সম্পন্ন । , கNகக ~ r. 第,漫 ●。° حی* 2. - یخچه