পাতা:ধর্ম্মসাধন.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• . ধৰ্ম্মসাধন | (నా সকল কাৰ্য্যে প্রয়োজন হইলেই কি তাহার নিকট গিয়া চটপট । কাজ সারিয়া আসিতে পারি ? মিথ্যা কথা কাম ক্রোধ লোভ ইত্যাদির অধীন হইতে কষ্ট হয় কি না ? এই গুলি আমাদিগেরু মধ্যে দেখা আবশ্যক। আমাদের মধ্যে জ্ঞান, ভক্তি, অনুষ্ঠান যেখানে আছি সেটা আমার অবস্থা নয়, কিন্তু যেখান হইতে আর পড়িয়া যাইতে না পারি, সেইটা আমার প্রকৃত অবস্থা। যদি ৫টি মিথ্যা কথা কহিতে পারি, আমি তাহ হইলে ৫টি মিথ্যাবাদী । আমরা যতদিন না দেখিতে পাই প্রতিদিন উপ সনা সহজ হইতেছে, তাহাতে মনের বল বাড়িতেছে, ততদিন ব্রাহ্মসমাজের বা অন্য কাহার উপাসনা ধরিয়া আছি, নিজের উপাসনা হইতেছে বলিতে পারি না। সংক্ষেপে ধৰ্ম্মজীবনের কয়েকটি অবস্থা এইরূপ । ১। পাপ ব্যাধির প্রতি চৈতন্য। - : ২। পুরাতন পাপ ক্ষত যাইতেছে কি ন৷ এবং নুতন সাধুভাবে } আত্মার রক্ত পবিত্র হইতেছে কি না । g ৩। পাপ করা কতদূর কঠিন ও পুণ্যানুষ্ঠান কতদূর সহজ ৪। যোগ শাস্তি, আনন্দের অবস্থা। ইহাই সৰ্ব্বোচ্চ অবস্থা ও আমাদের লক্ষ্য। এ অবস্থায় আমরা ঈশ্বরে বাস করি এবং বলিতে পারিঃ— * - - - “এযাস্ত পরম গতিরেষাস্ত পরম সম্পদ এযোস্ত পরমোলোক এষোন্ত পরম আনন্দঃ ” •, সম্পূর্ণ।