পাতা:ধর্ম্মসাধন.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b- ধৰ্ম্মসাধন । প্রার্থনা ’ । প্র । উপাসনার সময় মনঃস্থির হয় না কেন ? উ। নানা লোকের পক্ষে মান কারণ—কাহার ভাব মই, কাহার বিশ্বাস নাই, কাহার ততটা আন্তরিক ইচ্ছা নাই । কিন্তু অধিকাংশের পক্ষে সংসারের কল্পনা ও ভাবনা প্রতিবন্ধক। উপাসনার সময় আমাদের মনের যে অবস্থা, তাহা তৎপূর্ব অবস্থা সকলের ফল মাত্র বলা যায়। যে ব্যক্তি রাগী বা । সৰ্ব্বদা সংসার চিন্তায় আকুল, উপাসনার সময়েও তাহার মনে রাগ ও সংসারের ভাব থাকিবে ইহা স্বাভাবিক। যদি কোন দিন না থাকে, তাহাতে কেবল ঈশ্বরের আশ্চৰ্য্য কৃপাই প্রকাশ পায়, যে অধম সন্তানকে ধরিয়া রাখিবার জন্য এক এক সময় তিনি প্রলোভন দেখান । অতএব সে প্রকার এক এক দিনের কথা ধরিয়া আমাদের জীবনের সাধারণ অবস্থার বিচার করা যায় না, তাহা কখন হইবে, কেন হইবে কেহ জানে না । আমাদের সাধন যত দূর যায়, তাহাভে দেখা যায় সমস্ত দিন আমরা য়ে ভাবে জীবন কাটাই, উপাসনার সময় সেই ভাব হৃদয়কে পূর্ণ করিয়া ঈশ্বর দর্শনের বাধা জন্মাইতে থাকে। অতএব উপাসনার সময় মনঃস্থির করিতে হইলে ভাল ভাবে জীবন কাটান ও যথার্থভাবে প্রার্থনা করিতে শিক্ষা করা আবশ্যক । " *. প্র। কি ভাবে প্রর্থনা করিলে যথার্থ প্রার্থনা হয় ? উ। প্রার্থনা যথার্থ ভাবে করিতে হইলে এই চারিটি কাৰ্য্য আবশ্যক।