পাতা:ধর্ম্মসাধন.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ধৰ্ম্মসাধন । প্র। আমরা যা প্রার্থনা করি, তা কি প্রকৃত ভাবে ঈশ্ব রের নিকটে চাই ? - - - উ। আমরা যে কথায় প্রার্থনা করি, ঈশ্বর সে কথা ঠিকৃ অর্থে যেন না লন, মনে মনে ইচ্ছা করি। অনেক সময় পাছে তিনি প্রার্থন পূর্ণ করিয়া ফেলেন এই ভাবিয়া ভয় হয় এবং প্রার্থনার ফল প্রদান বিষয়ে তাহাকে একটু বিলম্ব করিতে । বলি। বিষয়াসক্ত ব্যক্তি প্রার্থনা করিল বটে যে হে ঈশ্বর !" | আমার বিষয়-বাসনা ধ্বংস কর, কিন্তু মনে মনে বলিল, আমি । এখন তাহ ছাড়িতে পারিব না, অন্ততঃ কিছু দিন তাহার স্থখ ভোগ করিতে দাও । এইরূপ অসরল ভাবে আমরা প্রার্থনা করি বলিয়া তাহার ফল দেখিতে পাই না । ইহা দ্বারা কেবল আপনাদের অপরাধের সংখ্যাই বাড়াইতে থাকি । প্র । প্রার্থনার যথার্থ ভাব কি ? - উ। শুনা যায়, মহম্মদের নিকট এক ব্যক্তি প্রার্থনা কি ? জিজ্ঞাসা করিলে তাহাকে জলে ডুবাইয়া ধরিলেন, সে প্রাণের দায়ে ধড়ফড় করিয়া উঠিলে বলিলেন “প্রার্থনার ভাব এই প্রকার।” যথার্থ প্রার্থনা প্রাণের দায়, মুখের কথা নহে। י প্র । জীবনে প্রার্থনার প্রতিবন্ধকতা,না কর। কি প্রকার ? উ। প্রার্থনা করিলাম, আমি যেন মিথ্য ন কই, কিন্তু বরাবর যেমন.এখনও তেমনি মিথ্যা বলিতে জিহাতে বাধে না, ইহা হইলে প্রার্থনা কপটতা মাত্র । আমাদের সাধ্য যাহা, তৎসাধনে প্রাণপণে চেষ্ট না করিলে ঈশ্বরের সাহায্য লাভ করা যায় না। অতএব প্রার্থনা অনুসারে প্রতিদিনের জীবনকে মিলাইয়া চলিতে হইবে।