পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় চতুর্থ দৃশ্য [ প্রাসাদ শিখর ; শতন্ত্ৰী-সজ্জিত প্রহরী-গুম্বজ ; চূড়ায় চূড়ায় সোনার কলস। শবরীর দেওয়া পায়রা বুকেব ভিতর ক’রে নিয়ে শ্ৰুতকীর্তির প্রবেশ । ] শ্ৰুতকীৰ্ত্তি ॥ হাজার হাজার পাহাড়ী নগরের দিকে আসছে,...... সরযুর জল তোলপাড় ক’রে আসছে,......কী সৰ্ব্বনাশ ! ■ 會 會 啊 ■ ■ নগরে সৈন্য নেই, . ...সেনাপতি যুবরাজদের সঙ্গে, 電量 響 @ 囑 ■ 壓 কী করব ?......মন্ত্রী-পরিষদে খবর দেব ? তার কি খবর পায়-নি ?......চরের খবর দ্যায়-নি ? •••••• কী করব ?-...সৰ্ব্বনাশ হ’ল ! --- দুর্গ-রক্ষার কোনো আয়োজন নেই, কোনো বন্দোবস্ত নেই,......যবনীশাস্ত্রীদের খবর দেব ? : দুর্গে চার-পাচ শো মেয়ে আছে 4 ના સ્વ હતા . આ তাদের সবাইকে হাতিয়ার দেব ?......দুর্গের দরজা বন্ধ করে লড়াই করব ?--...কিন্তু এদের চার ভাইকে যে পাহাড়ীরা ঘেরাও করেছে ! হয়তো বন্দী করেছে ; அ | ஆ ை ம் যুদ্ধ করলে এদের যদি অনিষ্ট করে ? বৰ্ব্বরগুলো যদি প্রাণের হানি ঘটায় ?......কী করব ?......আর ভাবতে পারি-নে......ভাব বার সময় নেই......আংটি বেঁধে পায়রাটাকে ছেড়ে দিই!......পায়রা ঠিক পৌছোবে তো !

)●