পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় মত্ত—চিঠির জবাব দেবার অবসর নেই –একটু দায়িত্বজ্ঞানও কি নেই? সম্রাট নগরের বাইরে, ধূমকেতুর দোষদৃষ্টি কাটাবার জন্তে কুলগুরুর আশ্রমে স্বস্ত্যয়নে ব্যস্ত,—এদিকে এরা চার ভায়ে পাঁচ-পরের ভরসায় দুর্গ ছেড়ে কোথায়, যে চলেছেন, তা তারাই জানেন, আর ধৰ্ম্মই জানেন । নকুলিকা। ( ছোটো গলায় ) মন্দ কি ? নতুনতর বন্দোবস্ত, রাজা অমঙ্গলকে রাজ্য থেকে তাড়াবার চেষ্টা করছেন – রাজপুত্তররা তাকে নেমস্তন্ন ক’রে ডেকে আনছেন ! অমঙ্গলবেচারারই মুস্কিল ! কার কথা রাথে বল দেখি ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ সঙ্গে নিয়ে যেতে বল্লম, তা’ তো হ’লই না ; এমন কি কোথায় যে যাওয়া হচ্ছে তা’ও বলা হ’ল না ; লুকোনে ठ्ठ’ळ ! নকুলিকা ॥ কোথাও লড়াই বাধল না তো ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ উহু, লড়াই বাধলে সে কথা চাপা থাকৃত না,— চারদিকে সাজ-সজি প’ড়ে যেত । নকুলিকা। তবে ? মৃগয়া ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ উছ, সে কথা ঢেকে রাপত না...নকুলিকা ৷ তবে ? আবার বিয়ে নাকি ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ বিচিত্র কি ? ו ר নকুলিকা ॥ চার ভায়ের এক সঙ্গে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ হ’তে পারে,-আমাদের বেলা কি হয়েছিল ? (R