পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় উৰ্ম্মিলা। আর এই মধুর দাম্পত্য জীবনে তার চেয়েও অসহ সংশয়ের গুমোটু...... மு মা গুবী ॥ ‘রাহে গোমেদকং ধার্য্যং কেতেী মরকতং তথা’...... শ্রুতি, ভালো চাস তো একটা মরকত-মণি ধারণ কর , ও কেতুও যে ধূমকেতুও সে । উৰ্ম্মিল ॥ অশ্বগন্ধার মূল ধারণ করলেও হয়, আস্তাবলের বাগান 7 থেকে আনিয়ে-নে না । মাগুবী ॥ আস্তাবলের বাগান কেন ? উৰ্ম্মিল । আস্তাবল নইলে অশ্বগন্ধ পাবে কোথায় ? সীতা । ক্ষ্যাপাকে আর ক্ষ্যাপাস-নি বোন, ক্ষমা দে । শ্ৰুতকীৰ্ত্তি ॥ না দিদি ক্ষ্যাপ নয়, ...আমি স্পষ্ট কথা চাই, • • • • •• সঙ্গে নিয়ে না বায় বেশ, নিয়ে যেতে হবে না, • • • • •চাই-নি যেতে ; কিন্তু, কোথায় যাওয়া হবে, তা’ বলবে না কেন ? সীতা । তুই কি সন্দেহ করিস, শ্রুতি ? ...আমি করিনি, . করলে বর্ণচতুম না । শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, ঠিক সন্দেহ নয়।.তবে কি জানো,...... এ কি-রকম জানো,......এ যেন নিজের অধিকার - থেকে বঞ্চিত হওয়া • • • • • আচ্ছ, ব’লে গেলে কি হয় ?• • • ••• আমরা কি যাওয়া কেড়ে নেব ? সীতা ॥ রাজবংশের মেয়ে হ’য়ে তুই এই কথাটা বললি, শ্রুতি ?... জানিস্নে ?...রাজবংশে যাদের জন্ম তাদের কত বিষয়ে ג' צ'