পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় সত্যিই কি আমাদের কোনো উপায় নেই ?......তুমি দেখো, আমি দেখিয়ে দেব খুব উপায় আছে।......যার অভিমানের মান রাখতে জানে না, তাদের পায়ে না ধরলে দিন চলবে না ?...খুব চলবে ।......ছোটো ছোটো কাজের ভেতর দিয়ে দেখিয়ে দেব, .....খুব চলবে। আজ থেকে আমার মহলের সমস্ত কাজ......সমস্ত কাজের ব্যবস্থা আমি মেয়েদের দিয়ে করাব। আর তাদের সবাইকে বলে দেব, যেন কোনো কাজে কোনো পুরুষের কোনো সাহায্য না নেওয়া হয় । নকুলিকা ॥ তা হ’লে তোমার মহলে সন্ধ্য-সকালে সানাই বাজবে না ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ যদি মেয়ে বাজনদার পাওয়া যায় বাজ বে•••. নকুলিকা। নইলে ? শ্ৰুতকীৰ্ত্তি। বাজ বে না। নকুলিকা ॥ হাড়ি চড়বে না ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ যদি মেয়ে-স্থপকার পাওয়া যায় চড়বে...... নকুলিকা ॥ নইলে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ চড়বে না। নকুলিকা ॥ তোমার সখের বাগানে গাছপালায় জল পড়বে না ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ যদি মেয়ে উদ্যান-পাল পাওয়া যায় পড়বে...... নকুলিকা। নইলে ? 8(مw