পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় নেপথ্যে ৷ * ( গান ) তোমারে মারলে কে কোন বাণে হায় রে ও বনের পায়রা মোর ! শ্ৰুতকীৰ্ত্তি ৷ নকুলিক ! কে গান গায় ? দেখ তো ! নকুলিক । ( নেপথ্যের দিকে এগিয়ে ) ও একটা পাখ মারাদের মেয়ে......এইদিকেই আসছে, ......ঐ যে কুরঙ্গিক ওর সঙ্গে......এইদিকেই আসছে । [ একজন শবরী ও কুরঙ্গিকার প্রবেশ ] শবরী ॥ ( গান ) তোমারে, মারলে কে ? কোন বাণে ? হায় রে ! ও বনের পায়রা মোর ! হায় ! হায় ! বন্ধু ! আমার মেল আখি । জনমের সার্থী গো এ তো নয় রাতি । কেন এই ঘুমের ঘোর ! হায় ! হায় ! 8@