পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় বন্ধু ! আমার মেল অাখি ! - কাকলি করব যে ঝরনার বোল ধরব মিলায়ে পাখনা পাখায় ! হায় ! হায় { সঙ্গী ! আমার মেল অণখি ! কেবলি, ডাক্‌ছি আর, চক্ষের জল মাখছি, বাতাসে হুতাশ জাগায় ! হায় ! হায় ! বন্ধু ! আমার মেল অাখি ! শ্ৰুতকীৰ্ত্তি । এ কে রে কুরঙ্গিক ! ...কোথায় পেলি একে ? কুরঙ্গিকা ॥ পাখী বেচ তে এসেছে,......দেউড়ীতে বেত্রবর্তী আটকেছিল......আমি অনেক ব’লে ক’য়ে নিয়ে এলুম। শবরী ॥ পাখী নেবে গা রাণী ? পার্থী ? ( কুরঙ্গিক ও নকুলিকার পরস্পরে কানে কানে কথা ) শ্ৰুতকীৰ্ত্তি ॥ কি পার্থী ?......দেখি ! ...... পায়রা ?......পায়রা কি হবে ? রাজপুরীতে পায়রার অভাব কি ? শবরী ॥ এ পায়রার অনেক গুণ ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ কি গুণ ?......চিঠি নিয়ে যেতে পারে ?......সে রকম পায়রাও এখানে ঢের আছে । 8ు