পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় সীতা ॥ কিপোস্ ? ...কিপোস কে ? যবনী। ( মাথা চুলকিয়ে ) কিপোস.কিপোস .....কপি । উৰ্ম্মিল ॥ কপি ?.••••• বাদর ?• • • • • • বাদরে ফেলেছে ?••••• দেখি ( কোঁটাে খুলে ) ভিতরে ভূৰ্জপত্রে কি লেখা রয়েছে, ■ @ ■ 觀 ■ 曾 চিঠি,..... গোড়াটা নেই, বাদরে চিবিয়ে থেয়ে ফেলেছে... ... সীতা ॥ যতটুকু আছে তাই পড়ে দ্যাখ না . উৰ্ম্মিলা । ( পাঠ ) পুরোহিত-পরিষদ এবং স্বয়ং মহর্ষির এই অভিমত । এই বায়সারুতি ধূমকেতুর উদয়ে শুধু রাজ্যেরই যে সমূহ অনিষ্টের সম্ভাবনা তাহা নহে, অপিচ শ্ৰীমানদিগের সহিত শ্রীমতী বধুমাতাদিগের দীর্ঘ বিচ্ছেদের সম্ভাবনা । এই উভয় অমঙ্গলের নিরাকরণ জন্য পুরোহিত-পরিষদ গ্রহযাগের অনুষ্ঠান করিতেছেন, তদ্ভিন্ন মহর্ষি আজ্ঞা করিয়াছেন, যে আগামী বসন্তোৎসবের পূৰ্ব্বাহ্নে কোনো পক্ষকে কোনো কারণ না দর্শাইয়া পৃথক করিয়া দিতে হইবে । শ্ৰীমন্মহর্ষি বলেন বসন্তোৎসবের সময়ে চিরাকাঙ্কিত আনন্দের পরিবর্তে আকস্মিক ভাবে তীব্র মানসিক দুঃখভোগ ঘটাইতে পারিলে গ্রহবৈগুণ্যের খণ্ডন হইলেও হইতে পারে। কিন্তু এ সমস্ত বৃত্তান্ত শ্ৰীমান বা শ্ৰীমতীদের মধ্যে কেহ ঘূণাক্ষরেও যেন জানিতে না পারেন । জানিলে সমস্তই পণ্ড হইবে । ইতি অঙ্গ-বঙ্গ @之