পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় সিন্ধু-সেীবীর-সৌরাষ্ট্র-কাণী-মগধাদি-সমস্ত-সামন্ত-সঙ্ঘ-মৌলিমণি-রঞ্জিত-পাদপীঠ অষ্টোত্তর-শত-শ্ৰীযুক্ত মহারাজ উত্তর কোশল-স্বামী• • • • • • সীতা । আর পড়তে হবে না,......উৰ্ম্মিলা ------ উৰ্ম্মিলা । ( বিষণ্ণ মুখে ) দিদি !... কেন পড়লুম.কেন জানলুম. কি হবে, দিদি ! সীতা ॥ মহর্ষির সমস্ত ইষ্ট-চেষ্ট পণ্ড হ’য়ে গেল......কিন্তু কাকে দোষ দেব ?......তোমায় ?. ---না যবনীকে ?...না যে বাদর এই কৌটো ফেলেছে তাকে ?••••••কাউকে না,

  • ↔ ■ @ ■ * দোষ অদৃষ্টের । উৰ্ম্মিলা ৷ কি হবে দিদি !

সীতা ॥ কি হবে ?----- যা ভবিতব্য -- যা বিধাতার ইচ্ছে । «р ф а й Ф. Ф তুই বিষণ্ণ হ’স্নি উৰ্ম্মিলা ! মনের বল হারাসনি, ......হয়তো ধূমকেতুর অমঙ্গল-স্বচনা ধোয়াতেই অবসান হবে।------আর যদি তা না-ই হয়..... তাই ব’লে... নেীকে ভুবতে পারে ব’লে,--”কে কবে ঝড়ের আগে নেীকে ডুবোয় ! *s উৰ্ম্মিলা । ( নিরুত্তর) সীতা ॥ আর তা’ ছাড়া আরেকটা কথা ভাববার আছে,... . আমরা দু’বোনে যা জেনেছি তার ফল চারজনকে যেন না ভুগৃতে হয়। সে সম্বন্ধে সাবধান হ’য়ে চলতে হবে। {NE)