পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় তৃতীয়া ৷ রোসে, রোসো !......আচ্ছা দেখুন, আপনার প্রেমের ছাড়া আর কোনো পালা যদি শুনতে চান, তবে আমার মামা মশায়ের তৈরি একটি নতুন পালা শোনাতে পারি। মামা মশাই আমার কবিও বটেন, আবার কবিরাজওঁ বটেন । সেইজন্তে তিনি কবিত্বে এবং কবিরাজত্বে মিলিয়ে যে নাটকটি রচনা করেছেন, তার নাম হচ্ছে ‘আধি-ব্যাধি-ওষধি-চম্পূ.....তাতে গদ্যে-পদ্যে সমস্ত টোটুকী ওষুধের সঙ্গে আধি-ব্যাধির যুদ্ধের কথা পালার আকারে লেখা হয়েছে ;......পালাটি জ্ঞাতব্য তথ্যে একেবারে টইটযুর......আজ্ঞে করেন তো...... মাগুবী ॥ না, আমাদের ঘুঙড়ি-কাশি হয়-নি, অন্য কিছু থাকে তৃতীয় ॥ আজ্ঞে, বিদ্যে-ডুগডুগি মশায় এ পালা পড়ে খুব... মাণ্ডবী ॥ তা হোক বিদ্যে-ডুগডুগি মশায়ের বুলিতে ভালুক নাচতে পারে, মামুষে নাচে না । so চতুর্থ। আজ্ঞে আমাদের পাড়ার তর্কচকী মশায়ের তৈরি একটি মানুষের মতন পালা আমার মুখস্থ আছে ; যদি শোনেন তো গাই......সেটি একটি দার্শনিক পালা......তার নাম হচ্ছে ‘তত্ত্ব-তাণ্ডব’ বা “সৰ্ব্বতত্ত্ব-সংঘট-ঘটোৎকচ কচি’...... এতে সৰ্ব্বতত্ত্বের সারমৰ্ম্ম নাট্যাকারে গ্রথিত করা হয়েছে । এতে বিশ্বতত্ত্ব, নিঃস্বতত্ত্ব, শব্দতত্ত্ব, অর্থতত্ত্ব, অলঙ্কার © ዓ