পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় তত্ত্ব, স্বর্ণকার-তত্ত্ব, সমাজতত্ত্ব, প্রত্নতত্ত্ব, অশ্বতত্ত্ব, মাগুৰী ॥ ব্যস, বাস ...তত্ত্বের গর্তে জ্যান্তে কবর হয়ে গেল দেখছি ! থামো, থামো ..... পঞ্চমী ॥ ওগো থামো না, জানি তোমার পালা পছন্দ হবে না ! ( এগিয়ে এসে ) আচ্ছা, দেখুন, আপনাদের সদুপদেশপূর্ণ উপাদেয় পাল শুনতে আপত্তি আছে কি ? মাগুবী ৷ কত অার না, ন’ করা যায়...... শ্রতকীৰ্ত্তি ॥ আচ্ছা, শোনাও......( কাধের উপর দিয়ে পিছনে হাত বাড়িয়ে পান নিলেন ) পঞ্চমী ॥ আমাদের এই পালাটির নাম “ভুবনের মাসী” বা “কৰ্ম্মদোষে কর্ণ-কৰ্ত্তন” ; প্রস্তাবনাটা একটু শুমুন,— ( সুরে ) ভুবন নামেতে ব্যাদড় বালক তার ছিল এক মাসী, আহা, ভুবনের দোষ দেখে দেখিত না— সে মাসী সৰ্ব্বনাশী । ক্রমে, কলাচুরি মূলোচুরি করে বাড়ে ভুবনের আস্কারা, ○ ア