পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় মাগুবী ॥ দ্যাখে বাপু, আমাদের চার বোনের মধ্যে কারো বোনপো নেই, এ উপদেশ নিয়ে আমরা কি করব ? আচ্ছা এ কি তুমি নিজে লিখেছ ? পঞ্চমী ॥ আজ্ঞে, না, মৌলিকতার দাবী করি-নে, অন্যের রচনা নাট্যাকারে গ্রথিত করি । মাগুবী ॥ ভবিষ্যতে আর পরের এলাকায় অনধিকার প্রবেশ ক’র না, ফাড়িতে পাঠিয়ে দেবে। শ্ৰুতকীৰ্ত্তি ॥ নাঃ, ভেবেছিলুম বধূনাট্যের দলটাকে চাঙ্গা ক’রে, वर्छ ॥ মেয়েদের দিয়ে শিল্পসাধনায় একটা নতুন মৌচাক্ স্থষ্টি করব......কিন্তু ক্রমশঃ হতাশ হ’য়ে পড়তে হচ্ছে....-- ন, না, হতাশ হ’য়ে পড়বেন না, ...... আপনাদের কাছ থেকে আমরা অনেক আশা করি । আচ্ছা আরেকটি জিনিস আপনাদের শোনাই, ......এ পালা শুনলে হতাশ প্রাণে আশার সঞ্চার হয় । এ পালায় আচারপরায়ণ আচাৰ্য্যানীদের একটি বিশেষ বাণী বিঘোষিত হয়েছে, এটি আমাদের গার্হস্থ্য পবিত্রতার সনাতন সঙ্গীত,...... পালাটির নাম হচ্ছে শ্রীশ্রীগোবর-মঙ্গল ! (অন্যান্য সভ্যাদের প্রতি ) ধর না ভাই, সকলে মিলে শোনাই । - (গান) । জয় জয় শ্ৰীগোময় ! গোলোকে বসতি হয়, শুচি তুমি শুচিতার সেতু । \a