পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় শ্ৰুতকীৰ্ত্তি ॥ নাঃ জম্‌ছে না, জম্‌ছে না.(পিছন না ফিরে কাধের উপর দিয়ে পান নিয়ে ) । কেন দিদি আজ জম্‌ছে না বল তো ? মাণ্ডবী ॥ জমূবে কি ?— বচনের বীণকার বীণকারী কই তার ? মরমের তরফের তার বাজে কই ? গরজের বাজ না এ, খোজে শুধু খাজনা এ, ভালুকের নাচ না এ, এতে রাজি নই J শ্ৰুতকীৰ্ত্তি ॥ নাঃ জম্‌ছে না, অন্ত কোনো ভালো পালা নেই ? প্রথম ॥ আছে বই কি, ভালো ভালো পুরোণে পালা আছে, যেমন লক্ষ্মী-স্বয়ম্বর, সমুদ্ৰ-মন্থন, মাতৃক-মঙ্গল বা কাৰ্ত্তিকের জন্ম, রুরুর জয় বা পুরুষ-সাবিত্ৰী । শ্ৰুতকীৰ্ত্তি। এমন পালা নেই ধাতে সব স্ত্রীলোক, .... পুরুষের নাম-গন্ধ নেই ? দ্বিতীয়া ॥ আজ্ঞে, ...অভিনয় যারা করবে ...তারা সবাই স্ত্রীলোক, ...কিন্তু পালাতে পুরুষ আছে বই কি ; তবে, সে সব ভূমিকাও আমরাই গ্রহণ করব। মেয়ের পুরুষ সাজ বে। শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, না, আমি ও-রকম চাইছি-নে, ...... ও-রকম * চাই"নে, ...... iঃ জমছে না, জম্‌ছে না । [ নকুলিকার প্রবেশ ] এতকীৰ্ত্তি ॥ কই ? দিদি এলেন না ? ৩২