পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4. No Wh Q ve q, বলি দেবতার কোপে পড়ে শেষে এই বুড়ে বয়সে কি আবার বিয়ে করব নাকি ? মালিনী ॥ তা হ’লই বা, বলে, ভাগ্যিমানের......আমরা মরি! মালী ॥ তুই কি আমায় ভাগ্যিমানি ঠাওরালি র্যা ? মালিনী ॥ পুরুষ মানুষ সবাই ভাগ্যিমান......ভাগ্যি ওদের ল্যাজে বাধা ! মালা ॥ না না, শেষে কি সত্যি তোকে হারাব ? কেন তুই সং সাজিয়ে এখানে নিয়ে এলি ? মালিনী ॥ আহা, না কাটো, দুটো কোপ দিয়ে রাখনা, ছোটো কত্রীর চোখে পড়ক, কাজ দ্যাখানে নিয়ে বিষয়। মালী ॥ নাঃ, তোর সাহস থাকে তুই কার্টু। মালিনী ॥ আহা বড় কথাই বল্লেন, উনি দেবতার মন্তির ভয় রাখেন, আমি তো রাখি-নি !......আর, তোমার কাজ আমাকে কখনো সাজে । মালী ॥ কেন ?..... তোমার সাজটা আমায় দিব্যি সাজ ল, আর আমার কাজটা তোমায় সাজ বে না ? না-হয় উড়েসুন্দরীদের মতন মালর্কোচ মারো ! ఇমালিনী ॥ বচনের খোচা দিতে খুব মজবুত, কাজের বেলায় দু ছু! মালী৷ ওরে । আর কেঁচাও দিতে হবে না, খোচাও খেতে হবে না, এইবার সিধে চোচা দিই চ’......কারা আসছে. মালিনী ॥ তা এলই বা,......চোচা দিতে যাব কেন ? په نث\