পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় মালী ॥ তা নইলে এই চোচের মতন মোচের বাহার দেখলেই মুড়ে জেলে এখনি বোচা ক’রে ছেড়ে দেবে, ......দিই চোচা......আমা-হ’তে ও-কাজ আজ কিছুতেই হবে না । মালিনী ॥ খবরদার, ঘোমটা টেনে দাও ... পালিয়ে না । [ বল্লরীকা ও মুকুলিকার প্রবেশ ] বল্লরীকা ॥ মালিনী, এ আবার কে লো ? মালিনী ॥ ও নতুন মালিনী । মুকুলিকা ॥ বাস রে!. এ যে বোম্বাই মালিনী ! o মালিনী ॥ বোম্বাই কি ?......ও আমার সম্পর্কে ( ঢোক গিলে ) বোন হয়, ...••• দিদি ৷ বল্লরীক ॥ দিদি কি লো, • • • • • মরদ মরদ ঠেকৃছে যে ! মালিনী ॥ তা মেয়ে-ছেলেকে মরদের কাজ করতে হ’লে আমন একটু ঠেক্‌বে বই কি ; ..... ছোটো কত্রীর হুকুম তো জান না, তা মেনে চললে, ক্রমে আমাদেরও গোফ বেরুবে । মুকুলিক। তা হ্যা ভাই, তোর দিদিকে মরদের কাজ করতে হয় কেন ? মালিনী ॥ অ-মা !......তা জাননা ?......ওর যে হটমালার দেশে বিয়ে হয়েছে, ...... সেখানে গাই-বলদে চষে কিনা, তাই । বল্লরীক। তা ভাই, আমরা মেয়েছেলে আমাদের দেখে তোর দিদি ঘোমটা দিচ্ছে কেন ? پbریا\