পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় মালিনী ॥ ( নিরুত্তর ) মালী ॥ ( সলজ্জ অঙ্গভঙ্গী ) \f இ. মুকুলিকা ॥ ভাই বোম্বাই মালিনী, ঘোমটা খোলো, ......তোমায় দেখি,......ভাব করবে না ?...... সে কি ভাই (ঘোমটায় টান দিয়ে ).....ওঃ সাবাস ! বোম্বাই মালিনীর গোফ যে রে । বল্লরীকা ॥ মেয়ে-ছেলের গোফ কি লো ?......বলি হ্যা মালিনী ! মালিনী ॥ চুপ ! চুপ!......গোল করে কি বোন ? দিদি আমার লজ্জা পাবে ;......তা জান না, দিদির ঐ তো রোগ ! কত কব রেজ কত বদ্যি দেখলে......কিছুতেই কিছু হ’ল না । ......তা’ সেদিন ওদের গায়ে একজন সন্ন্যাসী এসেছিল, সে একটি মাদুলি দিয়ে গেছে,...... মধুপূর্ণিমের দিন সরযুর জলে ডুব দিয়ে সেই মাছলি ধারণ করলে নাকি ভালো হয় ; তাইতো আমার এখানে ,নইলে ওদের কিসের দুঃখু, ...... বলে . . . . . هویت آگا গোয়াল-ভরা গাই, গোলা-ভরা ধান, গা-ভরা গয়না ।— তা এখন চলুম ভাই, ...... আজ আবার কP দণ্ডের পর বুঝি পূর্ণিমে ছেড়ে যাবে, তার আগে নাইয়ে নিয়ে আসিগে, • • • • •:চল দিদি, চল, নাইবার জোগাড় দেখিগে । [ একদিকে মালী ও মালিনী আর অন্যদিকে মুকুলিকা ও বল্লরীকার প্রস্থান ఆసి