পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় প্রজাপতির বেশে পতঙ্গিকার প্রবেশ ] পতঙ্গিক ] ( গান ) আমি, গোপনে এসেছি স্বপনে ভেসে ! পশেছি না জেনে ফুলেরি দেশে ! হেথা, চামেলি মালতী চাপারে দেখে শেষে যে অশোকে গিয়েছি ঠেকে, একে গেছে বুকে ছবি নিমেষে, কেমনে রহি রে ভালো না বেসে ! নীরবে নুয়েছি ছুয়েছি চুপে ডুবেছি ডুবেছি ডুবেছি রূপে ডুবে ভেসে গেছি স্থরেরি রেশে প্রাণেরি গানেরি তানেরি শেষে । [ মন্দিরের দিকে প্রস্থান [ মদনিক, আরাত্রিকা, নিপুণিক প্রভৃতির পুনঃপ্রবেশ ] নিপুণিক ওরে এইবারে দে রং - ওর পাকাটির বাণ ফুরিয়ে গেছে, তুণ খালি— তরঙ্গিক ॥ বাণ মেরে ভারি উস্তুম্‌-ফুস্তম্ করা হয়েছে, না— রোসো—এই যে—এই যে— ፃ ©