পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শবরী অনেকক্ষণ দাড়িয়ে আছে......ওর হরিণ কি রাখা হবে ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, ন, ও হরিণ ফিরিয়ে দে, ••••••ও আমার চাইনে, • • • • ওর শিং নেই, কোনো বাহারই নেই...... নকুলিকা ৷ মেয়ে-হরিণ আনতে বলা হয়েছিল যে, মেয়ে-হরিণের শিং হয় বুঝি ! .....ময়ূরটা ? রাখব ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, না, ও পেখম ধরে না, ন্যাড়-বোচা, ...... বিশ্রী...... নকুলিকা ৷ মেয়ে-ময়ূর বুঝি পেখম ধরে ?......কোকিলটা ?...... ওটা থাকু .....কি বল ? শ্ৰুতকীৰ্ত্তি। তুই যে বলছিস্ ও ডাকবে না, ••••••ন ডাকে তো পুষে কি হবে ? নকুলিকা ॥ মেয়ে-কোকিল কোনো পুরুষেও ডাক্বে না ; কেবল ক্যার ক্যার করবে, কুহুধবনি ভুলেও করবে না । শ্ৰুতকীৰ্ত্তি ॥ তা তো আগে বলিস্-নি। নকুলিকা ॥ তুমি যে কোনো পুরুষ জানোয়ার পুষ বে না. তা’ ব’লে কি করব ? *g শ্ৰুতকীৰ্ত্তি ॥ যাকগে, ...... আচ্ছ তুই যে কি আনতে দিয়েছিলি மு ) இ ம் ற் து এনেছে ? নকুলিকা ॥ হ্যা এনেছে। একটি মেয়ে-গরু আনতে দিয়েছিলুম, ত এনেছে, • • • ••• তোমার মেয়ে-ময়ুর পেখম ধরবে না, মেয়ে 이