পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় • কোকিল গান করতে পারবে না, কিন্তু আমার মেয়ে-গরু দিব্যি দুধ দেবে। শ্ৰুতকীৰ্ত্তি ॥ যা তুই ! ( নেপথ্যের দিকে চেয়ে ) ছি, ছি, ওদিকের গাছগুলো কেটে বাগানটা বড় বিশ্ৰী দেখতে হয়েছে ! নকুলিকা ৷ তা’ কি করবে বল ! ...ব্যাকরণে গাছকে যে পুরুষ বলেছে ; ... ... শ্ৰুতকীৰ্ত্তি ॥ তুই যা’ আর জালাস-নে । নেপথ্যে ৷ ( গান ) নীল সিন্ধুর সিত পঙ্কজিনী ! জয় ! জয় ! জয় দেবী ! আফ্রোজিনি ! নকুলিকা ॥ ঐ দেখ তোমার মনের মতন মিছিল বেরিয়েছে, যবনীর ওদের মেয়ে-কন্দপকে নৌকোয় নিয়ে গান গাইতে গাইতে আসছে।......ঐযে নৌকাখানার ঢাকৃনি প্রকাণ্ড ঝিনুকের মতন একবার ফাক হচ্ছে আর একবার বন্ধ হ’য়ে যাচ্ছে ; ঐযে মেয়ে-কন্দৰ্প নেীকোর ভিতরে অঙ্গ ঢেলে আরাম করছেন । শ্ৰুতকীৰ্ত্তি। আর মেয়ে-কন্দপে কাজ নেই,......চল, আমাদের চিরকেলে কন্দপকে ফুল দিয়ে আসি । নকুলিকা ৷ দৰ্প তা হ’লে টিকল না ! প্রস্থান ዓw