এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
キーマ系十マヨ=
নবজাতক
নবীন আগন্তুক, নব যুগ তব যাত্রার পথে
চেয়ে আছে উৎসুক । কী বার্তা নিয়ে মতে এসেছ তুমি ;
জীবন রঙ্গভূমি তোমার লাগিয়া পাতিয়াছে কী আসন ।
নর-দেবতার পূজায় এনেছ
কী নব সম্ভাষণ ।
অমরলোকের কী গান এসেছ শুনে । তরুণ বীরের তুণে কোন মহাস্ত্র বেঁধেছ কটির পরে
অমঙ্গলের সাথে সংগ্রাম তরে ।