পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র।. . )ు আছে তথা ভীষ্ম, দ্রোণ, বহু মহীপাল ! এইরূপে এই ভিত্তি হবে দৃঢ়তর ত্রয়োদশ বর্ষ ; শক্তি করিয়া সঞ্চয়, ত্রয়োদশ বর্ষ পরে করিব নিৰ্ম্মাণ ধৰ্ম্মবুজা-অট্রলিক, অমর, অক্ষয় । ত্রয়োদশ বর্ষ নাহি হইতে অতীত আকাশ হইতে ভূর্মে হইনু পতিত । ত্রয়ােদশ নাহি হইতে অতীত, বিরাট-বিজয়ে চক্ষে করিমু দর্শন * অধৰ্ম্মও করিতেছে শক্তির সঞ্চয়, ধৰ্ম্মের সহিত হয় । অনিবাৰ্য্য৷রণ। কি যত্ন না করিলাম ! পঞ্চখানি গ্রাম চাহিনু এ নরমেধ করিতে বায়ণ । “বিনা যুদ্ধে নাহি দিব স্বচ্যগ্র মেদিনী”— শুনিলাম অধৰ্ম্মের প্রতিজ্ঞ ভীষণ । দ্রৰিবে না শিলা, নাহি কর বিচূর্ণিত ; বিষবৃক্ষমূলে কর অমৃত সিঞ্চন, তথাপি সুফল নাহি ফলে কদাচিত – অধৰ্ম্মের শেষ ধ্বংস নিয়তি ভীষণ । বাজিল সমৰ্বভেরী যুড়িয়া ভারত শুনিলাম দেখিলাম পঙ্গপালমত ছুটিল নৃপতিবৃক্ষ মরিতে পুড়িয়া,— বুঝিলাম বিধাতার ইচ্ছা ধ্বংসত্ৰত । ভাঙ্গিন্ধ পড়িল বুক, কালি পরাণ–