পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>sやえ、・ 藍,e,. ঘৰু * তরঙ্গিত বেয়া যেন স্বর্ণ-পয়েধির ”ثس কহিলেন দ্বৈপায়ন শিষ্যে আপনার দাড়াইয়া দূরে বট-বিটপি-ছায়ায়, কহিলেন—“দেখ বৎস! পৃথিবী আবার | হইতেছে সিক্ত জীব-শোণিত-ধারায় ! কতরূপ মৃত্যুজিহব অস্ত্র ভয়ঙ্কর ' উঠিতেছে পড়িতেচ্ছে, ছাইয়া গগন,— অসংখ্য বিদ্যুৎগতি তীব্র বিষধর খেলিতেছে শমনের কি ক্রীড়া ভীষণ । , অস্ত্রের নিশ্বন উদ্ধে, ঘাত প্রতিঘাত, কালানল উদগীরণ ; নিম্নে হাহাকার ‘ মিশি.সিংহনাদ সহ, অশনি সম্পাত কোদণ্ড-টঙ্কার ঘোর, শ্রবণে আমার লাগিতেছে যেন দুর সমুদ্র হুঙ্কার বাতক্ষুব্ধ, সহ ঘন অশনিঝঙ্কার ” কহিল বিনীত শিষ্য ভয়ে ব্যাকুলিত— *কি ভীষণ দৃশু, প্রাণ কঁপে থর্থর ! নরকের দৃশু যেন সম্মুখে বিস্তৃত । বীরের মানৰ নহে, শমনকিঙ্কর । এই পাপ দৃপ্ত প্ৰভু ! দেখিলেও হায় ! হয় চিত্ত কলুষিত। নিষ্ঠুর মানব । এইরূপে নিরমম হিংস্র জন্তু প্রায় " নাশে কি হে পরস্পরে- একি অসম্ভব । মহাক্ষেত্র কুরুক্ষেত্র পরিণত, হায় ! পাপক্ষেত্রে, এ নৱকু দেখা নাহি স্বায়ু ” মহর্ষি ঈষৎ হাসি উত্ত্বরিল ধীরে