পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} } ** নবীনচন্দ্রের গ্রন্থাবলী। ভারত সাম্রাজ্য চাহে করিতে প্রদান দুৰ্ব্বাসা ? বানরে চাহে দিতে ইন্দ্রপদ ? রে কৃগু কুসস্তান ! গুরুর, পিতার, আজীবন ব্ৰত তুই করিবি বিফল ? ষে চাহে সাম্রাজ্য তোরে করিম্ভে প্রদান, তার প্রতি তোর এই তীব্র তিরস্কার । কি দারুণ কৃত্ব কৱৈ ষেই কয় তোর মুখে জ্বরাচার ! আহার প্রদান, দাহন করিৰি তুই এই তীব্রানলে ? যা রে চলি কুলাঙ্গার । একটি অক্ষর মম আদেশের যেন না হয় লঙ্ঘন । স্তম্ভিত, নিৰ্ম্মিত, ভীত কর্ণ রুদ্ধশ্বাপে চসিঙ্গা মহর্ষি পদে করিয়া প্রণাম ' চিন্তাকুল অযু-তারা । চলে না চরণ, বসিল কী নন-প্রান্তে অবসন্ন মনে । কৃষ্ণা নবমীর চন্দ্র উঠতে লাগিল হাসাইয়া বম্বন্ধরা, ধীরে, ধীরে, ধীরে । চাহিয়ু উদ্যমান সুধাকর পানে । কহিতে লাগিল! কর্ণ~*এইরূপে হায় ! আমার জীবন রাজ্যে ধীরে, ধীরে, ধীরে হইতেছে সঞ্চারিত আলোক উজ্জ্বল । বুঝিলাম এতদিনে স্থত-নম্বনের কেন এই ভুঞ্জে বল ; কেন হৃদয়েতে রাষ্ট্য আশা ; এ জিীব পিপাস দারুণ এ দারুণ অভিমান, কোন আকর্ষণে 8frমুছে এতদিন যন্ত্রের মঙন