পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র । 3 ఫి: ইষ্টত আমার পুত্র মজা ছত্ৰধারী। সে উত্তর গোগৃহের ভূষণে নিৰ্ম্মিত পুত্র পুত্রবধু মম আছে সুরক্ষিত । বাবা মা বড়ই ভাল বাসেন ছুটিরে ; হাসিয়া কহেন হরি-“নাতি নাতিনীরে —ক্লৌরবের ভূষণেতে নিৰ্ম্মিত, ভূষিত,— কৌরবের সিংহাসনে কবিৰ স্থাপিত।” অপূৰ্ব্ব পুস্থল হুট কুরু সিংহাসনে, যার তাবু এই মহা কুরুক্ষেত্রেরণ – উচ্চ-হাসি অভিমনু্য হাসিলা আবার । উত্তর ও উচ্চ-হাসি হাসিল এবার। আভি | কি সুগের ছবি আহ ! অ কিলি, উত্তরে সেই বনবাসে । 尊 যায় তিন বর্ষ প্রায়ু এক দিন মুগয়ায় গিয়াছি মলয়াচলে কৈশোর উল্লাসে । উল্লাসে উন্মুক্তপ্রাণ ; কি বিদ্যুত খরশাণ বহে মুগয়ায় প্রিয়ে শিরায় শিরায়, ' ছাড়াইয়। প্রক্ষিগণে, পশিমু নিবিড় বনে, অনুসারি মহা ব্যাঘ্র ভীম চিত্রকায় । করি ঘোর গরজন কঁপাইয়া সৰ্ব্ব বন, কানন-আতঙ্ক ব্যাঘ্র ত্যজিল জীবন ; দেখিছু মস্তকোপরি প্রচণ্ড তপন । ক্লাস্ত প্রাণ পিপাসায়, হারায়েছি পথ তায়, দেখি তখন কি অপূৰ্ব্ব পুণ্যাশ্রম ! কিৰ শান্তি-নিকেতন ! মরুভূমে চারু-মৃগ-ভৃষ্ণিক স্বজন ।