পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র ৯ কাটয়েছি সেই বনে ক্রীড়া মৃগয়ার ! কত গীত, কত নৃত্য, কানন ছায়ায় ' কন্তু বন-সরোবরে, নীল সুধাময়, দিতাম সীতার ; কত নীল কুবলয়, --বন-বালকের বন-বালিকা বদন,— ভাসিত, সে নীল জলে ; হংস হংসীগণ সীতারিত, উচ্চ হাসি ছিন্ন গীত তানে মিশাইয়া কলকণ্ঠ উল্লসিত প্ৰাণে। হংসিনীর মত, ক্ষুদ্র তরণী সকল সুঙ্গাইয়া পত্রে পূপে, পতাকা উজ্জ্বল উড়াইয়ু, পত্রে পুষ্পে সাজিয়া আমরা, করিতাম জলক্রীড়া । তরী মনোহর সঙ্গীতের তালে তালে নাচিত হিল্লোলে, নাচিত মল্লালগণ গাইয়া কল্লোলে । সাজাইত পত্রে পুষ্পে আমাকে কথন বনরাজ ; চারু বন মালা এক জন সাজাইত বনরাণী ; পারিষদ চয় সাজি সবে করাইত রাজ্য অভিনয় । পুষ্পবেদিকীয়, কিবা পুষ্পিতা,শখায়, সিংহাসনে দেখি রাজারাণী পুষ্পকায়, কত হাসিতেন মাত, চুম্বিতেন কত ! কহিতেন—“বউ ত হয়েছে মনোমত ?” সত্য, ভাবিতমি আমি সে আমার রাণী ; সত্য সে ভাবিত মনে আমি তার স্বামী । লইয়া ছটাকে মাত কতই কৌতুক করিতেন, হাসিস্তেল, চুম্বিতেন মুখ । ^ హిళ్ళి