পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృఫిడి ఆ নবীনচন্দ্রের গ্রন্থাবলী। করিয়াছেন কি ভীষণ যুদ্ধ অনিবার ! কত অস্ত্রাঘাত, ভীম বজ্রাঘাত কত, সহিছেন অবিচল হিমাদ্রির মত । তাহার তনয় আমি রমণী-অঞ্চল ধবিয়া রহিব এইরূপে অবিচল ? ? না, না, প্রিয়ে ! কলিমামি প্রবেশিব রণ, দেখাইব অভিমন্থা অর্জুননন্দন বঁচি যদি ধৰ্ম্ম-রাজ্য কবিয়া স্থাপন, সেই কল্পনার স্বর্গে কাটিব জীবন । মরি যদি, মহাযুদ্ধে ত্যজিয়া জীবন 4ষ্ট চন্দ্রলোকে গ্রিয়ে । করিব গমন । স্রষ্টার অনন্ত স্বাক্ট ; গ্রহ তার গণ মনে হয় মানবের ভবিষ্য আশ্রম । পুণ্য অনুসারে ওই গ্রহ তারাগণ জন্ম জন্মস্তরে নর করে বিচরণ । পুণ্যময় চন্দ্রলোকে স্থাইব আমরা,— পিতা, মাতা, পুত্র পূণ্য-জ্যোংস্ন৷ উত্তর নারায়ণ পদতলে বসিয়া সকলে, লভিব অনস্ত-শাস্তি অমরমণ্ডলে । বালিকার ক্ষুদ্র মুখ হইল গম্ভীর, পড়িল মেঘের ছয় যেন জ্যোৎস্নায় । চাহি চন্দ্র পানে, রাখি পতি-বুকে শিল্প, রহিল নীরবে, নেত্র মুদিল নিদ্রায় । চাহি চক্সপানে অভিমন্ত্র্য কতক্ষণ अश्शिा नौठहरु दनि ; कठहे छांदन! হুইল উদয় মনে, জাগিল তখন