পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سیاه جلا t নবীনচন্দ্রের গ্রন্থাবলী । গাইত—“অশান্তিপূর্ণ জগতের হাহাকার, পশে না কি শ্রবণে তোমার ? সাম্রাজ্যে, সমাজে, ধৰ্ম্মে, কোথাও না পাই শান্তি জগত করিছে হাহাকার ! অস্তুর-বিগ্রহ-বহ্নি জ্বলিতেছে রাজ্যে রাজ্যে,— কিবা ঘাত, কিবা প্রতিঘাত । অন্তর-বিগ্ৰহ-বহ্নি জঞ্জিতেছে সমাজেতে,— কি স্বার্থের ভীষণ সঙ্ঘাত । ক্ষত্রিয়, ব্রাহ্মণ, দুই বিদ্যুৎ-অগ্নিপূর্ণ মেঘ ছুটেছে কি বেগে খরতর . আঘাতিতে পরস্পরে, মত্ত আধিপত্য তরে,— নিবারিতে বাড়া’বে না কর ? ধৰ্ম্মেও মোঙ্গন্ধ নর কামনার মরীচিকা নিরস্তর করি অনুসার, কি দারুণ দুঃখভোগ করিতেছে নিরস্তুর,— কাদে না কি হৃদয় তোমার ? নছে বেদ পূর্ণ ধৰ্ম্ম ; যজ্ঞ নহে পূর্ণ কৰ্ম্ম ; ধৰ্ম্ম কৃষ্ণ ! সৰ্ব্বভূত-হিত। তাহার সাধন কৰ্ম্ম, নারায়ণে কৰ্ম্ম-ফল ভক্তিভরে করি সমৰ্পিত । উত্তীর্ণ কিশোর তৎ, হও কৰ্ম্মে অগ্রসর, জগত করিছে আবাহন কাতর করুণ কণ্ঠে ; হও অগ্রসর, কর জগতের হুঃখ বিমোচন ’ নীরবিল বাহদেব । নীরব শিবির। নীরবে মহর্ষি ব্যাস বসি অধোমুখে