পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্ৰ । >> >金 একাদশ দিন এই হত্যা, হাহাকার, সহিতেছি হয় । আমি অম্লান বদনে । আমি যেন অবিদীর্ণ আগ্নেয় ভূধর,— সৌম্য মূৰ্ত্তি, বহি হৃদে কি গৈরিক ঝড় ! অনন্ত মঙ্গলময়, অনন্ত করুণালয়, , অনন্ত জ্ঞানের পারাবার, বৎস! যেই নারায়ণ, তাহার স্বষ্টিতে নিত্য কঙ হত্য, কত হাহাকার ! তথাপি তাঙ্কার মুখ, কি প্রসন্ন প্রীতিময়, কি অনন্ত প্রেমের দর্পণ । আপনি দেখিছ তুমি ; কে দেখিতে পায় আর এ জগতে তোমার মতন ? ভবিষ্যত কণ্ঠ, প্লাবি বর্তমান হাহাকার, কৰিতেছ আপনি শ্রবণ ; দেখিতেছ, অষ্টাদশ অক্ষৌহিণী পৃষ্ঠদেশে কত আক্ষৌহিণী অগণন । গলদশ্র নয়ন কহিলেন নারায়ণ– “দেখিতেছি সেই মুখ কৃপায় তোমার। বসি অর্জুনের রথে কুরুক্ষেত্রে, গুরুদেব ! সেই মুখ বিনা কিছু নাহি দেখি আর । কিছু নাহি গুনি আর বিন ভবিষ্যত-কণ্ঠ ; অনন্ত নরের সেই গীত করুণার কহিতেছে —‘দয়াময় ! দেখ দুঃখময় ধরা, ধরার এ দুঃখ-ভার কবিয়া মোচন কর কৃষ্ণ ! আমাদের উদ্ধার সাধন । কি করুণ হাঙ্কণ কণর --কাদিয়া কহিলা হরি,