পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

موالا جدلا নবীনচন্দ্রের গ্রন্থাবলা । জগতের শীর্ষস্থল ব্যাপি যেই হিমাচল— অনন্ত গগনস্পশী—উঠিছে ভাসিয়, ষে পুণ্য উত্তরানিল উঠিছে জাগিয়া, পবিত্র নিশ্বাসে তার সুশীতল পুণ্যাসার স্তাপিত মানব প্রাণে করি বরিষণ, নিবে উড়াইয়া মেঘ, রবে যতক্ষণ ? নারায়ণ । অৰ্জুন তোমার চক্র, শঙ্খ দ্বৈপায়ন । তব ধৰ্ম্ম মন্দিরের ধনঞ্জয় ভুজবলে করিতেছে কুরুক্ষেত্রে পরিখা খনন ; বিশ্বকৰ্ম্ম দ্বৈপায়ন করিবেন জ্ঞান বলে। এই পরিখায় তব মন্দির স্বজন । মহৰ্ষির কৰু কণ্ঠ প্লবিয়া অনস্ত কাল, অনন্ত মানব যাত্রী করি আবাহন ত্রিপথে, দেখাবে এই শাস্তি নিকেতন । অৰ্জুনের কুরুক্ষেত্র হইতেছে অস্তষ্ঠিত ; মহৰ্ষির কৰ্ম্মক্ষেত্র, অনস্ত বিস্তার, হইতেছে প্রসারিত ; দুষ্কৃত দমন ব্রত অর্জনের, মহর্ষির স্বরুত উদ্ধার ।