পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। సిఫిసి র্তাহার গাওঁীব,—জ্ঞান ; অস্ত্র,—তত্ত্বরাশি ; অক্ষয় কবচ,-গীত, নিত্য অবিনাশী । সসৈন্তে মার্ষি এবে হউন রণে অগ্রসর ; চক্রে ওই অধৰ্ম্মের করিছে সংহার ; আনন্দে করুক শুধু ধৰ্ম্মের প্রচার } ব্যাস ! তোমারই শখ, চঞ্জ, কবচ তোমার। চালাইবে চক্র, শখ বাজাবে যেমন : , চলিবে বাজিবে তথা ; পার্থ, দ্বৈপায়ন, তব করষ্কৃত অস্ত্র, যুগল ভূষণ । শুনিলাম যেই দিন অপূৰ্ব্ব স্বৰ্গীয় শিশু বৃন্দাবনে ইন্দ্র যজ্ঞ করেছে বাৰুণ, ভক্তিতে বিহবল গোপ গোপাঙ্গনাগণ ; দেবভাবে আকর্ষণ করিতেছে প্রাণ মন, পত্নী পতি ছাড়ি, মাতা কেলের সন্তান, ছুটিছে পশ্চাতে ভক্তি উচ্ছ্বসিত প্ৰাণ । বুঝিলাম সেই দিন দ্বাপর হতেছে শেষ, জগতের নবযুগ হতেছে সঞ্চার, আবিস্তৃত বৃন্ধাবনে যুগ অবতার। সেই দিন হ’তে বাস তোমার মহিমাধ্যান করিতেছে নিরস্তুর, আত্ম সমর্পণ