পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২২৪ ছাইবে হৃদয়, বল হরিবে বাহুর ; করিবেক সিংহ-শিশু বিষাক্ত স্থধ্বল । ন, না, যাব দয়াময়ী সুভদ্রার কাছে । মায়ের করুণ প্রাণ হইবে কাতর, করিবে বারণ, আশা হইবে সফল । গুরুদেব ! পরীক্ষিতে হৃদয় আমার " পাঠাইলে অপরাহ্লে ভদ্রার শিবিরে ? আনন্দে তোমার আজ্ঞা করিন্থ পালন ততোধিক গুরুতর পরীক্ষা কঠিন লইব ; হৃদয় । চল যাইব যথায় নিদ্রিত পার্থের বক্ষে, ত্রিদিবে আমার, প্রেমময়ী ভদ্রা দেবী, নিদ্রিতা এখন স্থির হিরণতী বক্ষে জ্যোৎস্না যেমন । দেখিব একটি শিরা কাপে কি তোমার, পড়ে কি না অণুমাত্র ছায়া কামনার তোমার তরল বক্ষে । রমণী হৃদয় তরল সলিল মত ; সলিলের মত দেখিব হয় কি তাহ নিৰ্ম্মল, নিশ্চল * পার্থের শিবির পানে ছুটিল সবেগে । দ্বৈপায়ন শিষ্য —দ্বার ছাড়িল প্রহরী সসন্ত্রমে ; প্রবেশিয়া শিবিরে তখন অপূৰ্ব্ব যোগিনী বেশ করিল গ্রহণ। জ্বলিছে মুগন্ধ দীপ সুবর্ণ আধারে । সুবৰ্ণ পর্যাঙ্ক অঙ্কে সুবর্ণ প্রতিম! স্বযুপ্ত স্বভদ্র দেবী, ਜੀਸੀ। भश्च বীরমূৰ্ত্তি নিরুপম স্থপ্ত ধনঞ্জয়।