পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శిశిe ভদ্র । čo নবীনচন্দ্রের গ্রন্থাবলী । অপূর্ব শান্তি ছায়া চন্দ্র করতলে ছাইল দ্রার মুখ । বিস্তৃত নয়ন অলৌকিক প্রতিভায় হইল উজ্জ্বল, ভ সিল জ্যোৎস্না যেন নীল সৰোবরে ; শৈলজে। মুখের তরে অকুল জগত । মুখ-অন্বেষণে—স্থিতি, গতি, জগতের । এ জগত প্ৰথম, নিত্য-স্থময় নিজ বিধ তার মত । অজস্র ধারায়ু ঝরে সুখ জ্যোৎস্ন য়ু, বহে ঝাঁট লয়, জে জীমূতমন্দ্রে, বর্ষে পরিষয়, গ’দ কোকিলের কণ্ঠে, শ্বাসে সুশীতল মলয়ের সমীরণে, ফলে তরু দলে, ফুটে ফুলে, ভাসে জলে, হাসে দিব লাকে { সুগ বনে, সুখ গৃহে, সুখ সৰ্ব্বময় । কেবল মানব নাহি পাইয় সে সুগ করিতেছে হাহাকর । ম মুষের সুধ নহে গৃহে, নহে বনে ; বুঝে নাই, হ হ ! নহে ধনে রাজ্যে সুখ, নহে তপস্তায় । বল দেবি ! কিসে তবে স্বর্থ মানুষে ; } জগত অনস্ত কণ্ঠে দিতেছে উত্তর এক জ্ঞানে,-বিহঙ্গের বিহঙ্গত্বে মুখ, পগুর পশুত্বে, মুখ পুপত্বে পুষ্পের ; মনুষ্যত্বে তবে বোন ! মুখ মানুষের । কারে বল মনুষ্যত্ব ? চরিতার্থতায় বিহঙ্গ-বৃত্তির বিহঙ্গত্ব বিহঙ্গে ।