পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

® ১২৩২ নবীনচন্দ্রের গ্রন্থাবলী । সাম্রাজ্যে, সৌভাগ্যে, স্বথে আজি আর্য্যগণ দেবোপম,হায়! দেৰি ! আছে তাহাঁদের {. কত শাস্ত্র, কত ঋষি, কতই আশ্রম, সাধিতে অজস্র হিত ; আছে তাহদের পার্থ ভূজ্যশ্রয়, স্বৰ্গ ভদ্রার হৃদয়, সুখদাত পরিত্রাত নর-নারায়ণ । হইয়াছে স্বৰ্য্যোদয় আবির্ভাবে তার আর্য্যের অষ্টাকাশে, পূৰ্ব্বাহ প্রভায় সমুজ্জ্বল আর্য ভূমি ঃ অমাবস্যা ঘোর অনার্যের হায় ! দিদি । রবের্কি এমন ? পতিত পৰম হরি,-এ পতিত জাতি পাবে না তাহার দয়া ? পাবে না তোমার কি কাতর কণ্ঠ | কিবা কাতরতা মুখে | বহিছে কি কাতরতা যুগল ধারায় দুনয়নে ! তুলি মুখ, জিজ্ঞাসিল শৈল— *পাবে না তাহার দয়া ? পাবে না তোমার ? বিস্মিতা, স্তম্ভিত, ভদ্র রহিল চাহিয়া সে কাতর মুখ পানে । কি ষেন কি মেঘ নয়ন হইতে গেল নিমিষে সরিয়া, নিমিষে কি ষেন স্বৰ্গ খুলিল নয়নে । কহিলেন-“শৈল শৈল ! এ চোঁদ বছর কোথা ছিলি, কি করিলি, এই ভগিনীরে কহ দয়া করি।” শৈল ঈষৎ হাসিয়া, —বরিষায় জ্যোৎসনা আশ্রতে সে হাসিচাহি স্বভদ্রার মুখ কহিল মধুৱে— “বড় স্বখে ছিল দিদি ! শৈলজা তোমার !"