পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র | ১২৩৩ সুভদ্রার অংসে পুনঃ রাখিয়া বদন, স্নানমুখে শূন্ত-নেত্রে চাহি ধরাতল । 2 * : শুনিয়াছ কি নরক লইয়া হৃদয়ে এসৈছিমু রৈবতকে ! ! কি স্বৰ্গ লইয়। প্রভুর চরণ খুজে হইনু বিদায় ! পশিমু নিবিড় মনে, ছায়ার মতন চলিলাম কোন পথে, যেতেছি কোথায়, কেন যাই,--নাহি জানি। উপরে আকাশ শুভ্র মেঘে ঢাকা মরুময় ; মরুময় নিম্নে ধরাতল ; হুহু রবে সমীরণ যাইছে বহিয়া। এই মহা মরুভূমে একাকিনী অনাথিনী চলিয়াছি আমি,— আগে মরু, পিছে মরু, মরু চারিদিকে, হুহু করিতেছে মরু গ্রাণের ভিতরে । ক্লান্ত অবসন্ন বুকে পড়িয়া ভূতলে পড়িয় বিশ্বতি অঙ্কে,-নিদ্ৰা কি মূৰ্ছায় নাহি জানি, ক্রমে ক্রমে উঠিল ভাসিয়া জগত আনন্দময়, গুম শোভাময় ৷ ” ফুটিল কুসুম, ছুটিল সৌরভ, গাইল বিহঙ্গ সুখে, মুছল কিরণে - হাসিল ভাস্কর, কি হালি মানব মুখে। দেখিলাম পার্থ বসিয়া শিয়রে রাখি অঙ্কে মুখ মম ; পিতৃ-স্নেহপূর্ণ কি দুটী নয়ন পবিত্রত, প্রস্রবণ !