পাতা:নবীনচন্দ্রের গ্রন্থাবলী (দ্বিতীয় খণ্ড).djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুরুক্ষেত্র। " છે૨86 করিতে তুলন। তার ! ভগিনীর তোর রক্ষা কর অনুরোধ, এক দিন তার থাক বুকে, লয়ে বুকে অতি উত্তরায়,— কাটাবে একটা দিন স্বর্গে স্বভদ্রায়।” *না দিদি”—কহিল শৈল রাখিয়া মস্তক সেই প্রেম-পূর্ণ বুকে,—“হয়নি এখনো শৈলজার সে যোগ্যতা, সিদ্ধি তপস্তার, কৃষ্ণাৰ্জুন পদ-তীর্থ করিবে দর্শন। আজিও কঁাপিল বুঝি হৃদয় আমার নিরখি পার্থের মুখ। হৃদয়-সংযম প্রলোভনে,-সেই অগ্নি-পরীক্ষা ভীষণ,— ষে পারে, সে দেবী ; দেবী স্বভদ্রা সে জন । শৈলের হৃদয়ে দিদি । নাহি সেই বল । নাহি শক্তি পতঙ্গিনী দেখিবে নয়নে কৃষ্ণপদ প্রভাকর, চিন্তায় যাহার আলোক সাগরে ডুবে পতঙ্গের মত তাহার হৃদয় ক্ষুদ্র । পরিবে যে দিন নিষ্কম্প প্রদীপ মত হৃদয় আমার দেখিতে পার্থের মুখ ; কবিতে দর্শন নারায়ণ পদাম্বুজ শান্তি নিকেতন ; পারিব যে দিন মিলি ভগিনী দুজনে, আর্য্য অনার্য্যের শক্তি করিয়া মিলিত, সেই মহা ধৰ্ম্মরাজ্য করিতে স্থাপিত --রাজা অভিমত্যু, রাণী উত্তর তোমার,— সে মহা প্রাগ তীৰ্থ দেখিব যে দিন,— আর্য্য অনার্য্যের শক্তি, স্বভদ্র শৈলজ,